বন্যার পানিতে এখনো ভাসছে জামালপুরের সাত উপজেলার ছয় লক্ষাধিক মানুষ। বাড়ি-ঘর এখনো তলিয়ে আছে বন্যার পানিতে।
বন্ধ রয়েছে এক হাজারে বেশি শিক্ষা প্রতিষ্ঠান। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে জামালপুর-সরিষাবাড়ি রেল ও সড়ক যোগাযোগ।
জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি এখনো বিপদসীমার উপর দিযে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমে রবিবার সকালে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলায় প্রায় ১০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে বানের পানিতে। জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক মনির উদ্দিন জানিয়েছেন, এবারের বন্যায় জেলায় শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে ৫৫ কোটি টাকা। পুকুরের মাছ ভেসে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে মৎস্য খামারীরা।
এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সঙ্কটের পাশাপাশি গো-খাদ্যের সঙ্কট তীব্র হয়ে উঠেছে।