ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে বিদায় জানানোর পর থেকে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে শেষ দুই এল ক্লাসিকোতে হারটা যেন সে কথাই প্রমাণ করে! তাই নেইমারের বিকল্প খুজতে মরিয়া হয়ে উঠেছে আর্নেস্তো ভালভার্দের দল।
তবে সেখানেও বারবার হোঁচট খাচ্ছে কাতালান ক্লাবটি। আরেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিনহোকে পেতে তৃতীয় বারের মতো প্রত্যাখাত হয়েছে বার্সা। জানা গেছে, শুক্রবার তৃতীয় প্রস্তাবে কাতালান ক্লাবটির ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে লিভারপুল। ফলে অ্যানফিল্ড থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ন্যু ক্যাম্পে আনতে পারবে কী না তা নিয়ে সমর্থকদের সংশয়টা আরও বেড়ে গেছে।
এর আগে, বৃহস্পতিবারই আশার আলো দেখছিল কাতালান সমর্থকরা। স্পেনের জায়ান্ট ক্লাবটির খোদ সাধারণ সম্পাদক পেপ সেগুরা জানিয়েছিলেন যে, কোটিনহোর সঙ্গে চুক্তির খুব কাছাকাছি তারা।
সূত্র: বিবিসি