ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলানিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের কোনাবাড়ি শিল্পাঞ্চলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এলোপাতারী সংঘর্ষ ও গুলি বিনিময়ের পর কারখানা কর্তৃপক্ষ ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত লাইফ টেক্সটাইল নামক শিল্প প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানায় ঝুট ব্যবসা নিয়ে ছাত্রলীগের শাহীন ও বাদল গ্রুপের মধ্যে কিছুদিন যাবৎ উত্তেজনা চলছিলো। এর জের ধরে রাত ৮টার দিকে কারখানার ভেতরে দুই গ্রুপ সংঘর্ষ লেগে যায়। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এক পর্যায়ে কারখানা ভাঙচুর হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয় ও একজনের মাথা ফেটে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ ২০ লাখ টাকা ছিনতাই ও কয়েকটি গাড়ি ভাংচূরের অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয় কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।
তবে একাধিক গোয়েন্দ সূত্র বলেছে, সংঘর্ষের ঘটনা সত্য। টাকা ছিনতাইয়ের অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে না।