কঙ্গোতে ভূমিধসে ৪০ জনের প্রাণহানি

Slider সারাবিশ্ব

cong-MMAP

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের এক লেক তীরবর্তী জেলেপাড়ায় ভূমিধসে ৪০ জন নিহত হয়েছেন। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়।

ভারি বর্ষণের ফলে পর্বত ঢালের একটি জেলে ক্যাম্পে এই ভূমিধসের ঘটনা ঘটে। ইতুরি প্রদেশের ডেপুটি গভর্নর পেসিফিক কেটা এ কথা জানান।

তিনি বলেন, লেক আলবার্টের তীরবর্তী তোরা গ্রামে বুধবার ভূমিধসে ৪০ জন নিহতের এই ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *