যশোর: অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোল্লা অলিয়ার রহমান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি ও মোটরসাইকেলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার উত্তর দামোদর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে জাহিদুল ইসলাম রুবেল ওরফে শুটার, অভয়নগর উপজেলার সমেসপুর গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে শিশির মন্ডল ও ডহর মশিহাটি গ্রামের দুর্জয় বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাস।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মণিরামপুরের বাহাদুরপুর এলাকার গৌতম মহারাজের মাছের ঘেরের টোংঘর থেকে জাহিদুল ইসলাম রুবেল ওরফে শুটারকে গ্রেফতার করা হয়।
ওই রাতেই রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশী বন্দুক, ১৮ রাউন্ড গুলি ও দুইটি মোটরসাইকেলসহ শিশির মন্ডল ও সুচিত্রা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। রুবেল পুলিশকে জানায়, হত্যা মিশনে তিনজন পেশাদার খুনীও অংশ নিয়েছিল। হত্যার উদ্দেশ্যেই আগে থেকে তাদের ভাড়া করা হয়।
তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি তথ্য জানানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। গ্রেফতার হওয়া রুবেলও একজন পেশাদার খুনি। তার বিরুদ্ধে আরো দুইটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে গত ১৫ দিন আগে ভারত থেকে দেশে ফিরে আসে সে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। ফলে জড়িতরা যেই হোক খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন, ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান, ডিএসবি ওসি মীর রেজাউল হোসেন উপস্থিত ছিলেন।