আলী আজগর খান পিরু, গাজীপুর: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গাজীপুর সিটিকরপোরেশনে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিডি) কার্যক্রম ২০১৭ উপলক্ষ্যে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহসপতিবার সকাল ১১টায় গাজীপুর সিটিকরপোরেশনের হল রুমে ওই অনুষ্ঠান হয়।
গাজীপুর সিটিকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কো-অর্ডিনেটর অধ্যাপক বে-নজির আহমেদ, ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: উম্মে রুমান সিদ্দিকী, উপ-পরিচালক শেখ আব্দুস সামাদ, গাজীপুর সিটিকরপোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন প্রমূখ।