ঢাকা: বন্যায় ডুবছে বাংলাদেশ, ভারত, নেপাল। অনেক স্থানে ত্রাণকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। কিন্তু নেপালে ভিন্ন রকম একটি উদ্ধার অভিযান সবার দৃষ্টি কেড়েছে।
সেখানে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হাতি। এরই মধ্যে বেশ কতগুলো হাতি উদ্ধার করেছে কয়েকশ মানুষকে। চিতওয়ান ন্যাশনাল পার্কে আটকে পড়েছিলেন এসব মানুষ। তাদেরকে উদ্ধারের কোনো মাধ্যম পাওয়া যাচ্ছিল না। তখনই কর্তৃপক্ষের মাথায় বুদ্ধি এসে যায়। তারা নামিয়ে দেন কয়েকটি হাতি। আর সেই হাতিই উদ্ধার করে কয়েকশ মানুষকে। নেপালে বন্যায় কমপক্ষে ৪৮ হাজার বাড়িঘর পানিতে ডুবে গেছে। শতকরা ৮০ ভাগ ফসল নষ্ট হয়েছে। রেডক্রস সতর্ক করে বলেছে, পান করার পানি ও খাদ্যের মারাত্মক সঙ্কট দেখা দিতে পারে। এ থেকে সেখানে ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিতে পারে।