নরসিংদী: রায়পুরায় প্রকৌশলী আল-আমিন ডাকাতের হাতে খুন হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আল-আমিনের সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরবাইক নিয়ে যায় ডাকাতরা।
নিহতের বাবা মোহন মিয়া জানান, বুধবার রতে নরসিংদী প্লানভিউ কনসালটেন্ট থেকে প্রতিদিনের মতো কাজ সেরে মোটরবাইকে করে বারৈচা হয়ে দড়িকান্দি দিয়ে নিজ বাড়ীতে আসার পথে ডাকাতরা রাস্তায় তাকে আটকিয়ে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। পরে ডাকাতরা নিহতের মোবাইল দিয়ে ফোন করে তার শ্বশুরকে মৃত্যুর সংবাদ দেয়। খবর পেয়ে স্বজনরা দড়িকান্দির ব্রীজের নিকট জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশকে জানায়। এবিষয়ে বেলাব থানার ওসি বদরুল আলম খান বলেন, এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এখনো কাউকে সনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।