নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১ এ দাঁড়িয়েছে। এছাড়া এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন।
বন্যার কারণে ২ হাজার ৮৪৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সাবেদি বলেছেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মাকে নিয়ে এ্কটি কমিটি গঠন করা হয়েছে। ১২টি মন্ত্রণালয়ের মুখ্যসচিব ও সচিব এই কমিটিতে রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মৃতের সংখ্যা ৯১ এ পৌঁছেছে। বন্যা, ভূমিধস ও প্লাবনের কারণে বিপুল সংখ্যক লোক গৃহহীন হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে। বন্যা ও প্লাবনের কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সরকার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে নিরাপত্তা বাহিনীর ২৬ হাজার ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই কাজে সেনাবাহিনীর সাতটিসহ ১৩টি হেলিকপ্টার , রবার ও ইঞ্জিন নৌকা এবং অন্যান্য যান ব্যবহার করা হচ্ছে।