শ্রীপুরে স্বাস্থ্য সেবার মান দেখতে কমিউনিটি ক্লিনিকে দুদক চেয়ারম্যান

Slider গ্রাম বাংলা
dav
dav

রাতুল মন্ডল,শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
মাঠ পর্যায় স্বাস্থ্য সেবার মান দেখতে গাজীপরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান দেখতে তিনি ক্লিনিকে আসেন। এসময় ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, প্ল্যান বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোবারক হোসেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুল্লাহ্ প্রমুখ।

পরিদর্শন শেষে দুদুক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা এই কমিউনিটি ক্লিনিক। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

#শ্রীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *