সিয়েরালিওনে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০০ মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ।
সোমবার সকালে দেশটির রাজধানী ফ্রিটাউনে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকেই তাদের বাড়িতে আটকে পড়েছেন।
জানা গেছে, এ ঘটনার সময় অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ নিশ্চিত করেনি।
সিয়েরালিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেন, এ দুর্যোগ খুবই মারত্মক আমরা মর্মাহত। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পাঠানো ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে নেওয়া কাজ চলছে।
অন্যদিকে রেডক্রস জানিয়েছে, এ ভূমিধসে এ পর্যন্ত ৩১২ জন মানুষ মারা গেছেন। গৃহহীন হয়েছে কমপক্ষে ২ হাজার পরিবার।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কর্মী হিসেবে দেশটিতে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু সদস্য দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক দুর্যোগের পর তাদের পরিস্থিতিও জানার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা। তবে এখন পর্যন্ত সেখানে বাংলাদেশ মিশনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।