এ মাসেই আগামী ১০ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস পর্যবেক্ষণ করে দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ) এর পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হতে পারে। ইসিএমডব্লিউএফ-এর তথ্য অনুযায়ী গত ২০০ বছরের বেশি সময়ের মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হবে। শুক্রবার থেকে ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে পানি বাড়ছে এবং ১৯ আগস্ট পর্যন্ত এই পানি ভাটির দিকে প্রবাহিত হবে। এ কারণেই আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশে ভয়াবহ বন্যা হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
তাদের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশ অংশে পানি বাড়বে। হিমালয়ের দক্ষিণাঞ্চলে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং এ কারণেই পানি বৃদ্ধি পাবে।