মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিঘাট পন্টুন থেকে পাজেরো জিপ নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ল্যান্ডক্রজার পাজেরো জিপের চার আরোহী।
জানা গেছে, সোমবার দুপুরে ফেরি পার হতে আসা একটি অত্যাধুনিক জিপ ৩নং ফেরি ঘাট পন্টুনে অবস্থান করছিল। এসময় আরেকটি ফেরির ধাক্কায় পাজেরোটি নদীতে পড়ে যায়।
পাজেরোর চালক আসাদুজ্জামান জানান, ফেরি পারের উদ্দেশ্যে জিপটি ৩নং পন্টুনে পার্কিং অবস্থায় ছিল। এ সময় পন্টুনে একটি ফেরি ভিড়ে। ফেরির ধাক্কায় পন্টুনে সৃষ্ট ঝাঁকুনিতে জিপটি পিছন দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। জিপের চালক ও আরোহীরা নিচে নেমে থাকায় তারা প্রাণে রক্ষা পান।
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অসতর্ক অবস্থায় পার্কিং করে রাখা জীপটি পন্টুনের ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসির রেকারের সাহায্যে জিপটি উদ্ধার করা হয়েছে।