ঢাকা-দোহা রুটের সব ফ্লাইট ২৬ আগস্ট পর্যন্ত বাতিল

Slider জাতীয়

Biman

হজযাত্রী পরিবহনের জন্য আগামী ২৬ আগস্ট পর্যন্ত ঢাকা-দোহা রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-লন্ডন রুটের ফ্লাইট সীমিত করা হয়েছে।

এসব ফ্লাইটের ক্রু ও পাইলটদের হজযাত্রী পরিবহনে নিয়োজিত করা হয়েছে। এতে বিমান বাংলাদেশের ক্ষতি হবে দেড়শ কোটি টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, শেষ সময়ে হজযাত্রী পরিবহনে অতিরিক্ত বিমানের প্রয়োজন। এজন্য ২৬শে আগস্ট পর্যন্ত ঢাকা-দোহা ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে চারটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে এ ফ্লাইট দিয়ে রুটের পরিবর্তে হজযাত্রী বেশি পরিবহন সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশে থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ১২২ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা। ফলে এখনও অর্ধেকেরও বেশি হজযাত্রীর যাওয়া বাকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *