হজযাত্রার অব্যবস্থাপনা নিয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন।
রিট আবেদনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে ভিসা সংক্রান্ত জটিলতা দূরীকরণে পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া যারা হজে যেতে পারেননি তাদেরকে বিশেষ বিমানে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।