রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ইউনির্ভারসিটি ষ্টুডেন্ট এসোসিয়েশন উষা”র উদ্যেগে কৃতি শিক্ষার্থী বাছাইয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২ টা পর্য়ন্ত উপজেলার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ২৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
শ্রীপুর উপজেলা উষা”র সাধারন সম্পাদক আনোয়ার হোসেন নাইম বলেন, পরীক্ষায় অংশ নেয়া ৩ টি বিভাগ থেকে ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার জন্য এ পরীক্ষা নেয়া হয়েছে।যাতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ২৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ সহ উষা”র কর্মকর্তারা।
শ্রীপুর,গাজীপুর
১১-০৮-২০১৭