চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাওয়া আরও ৫ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
এর মধ্যে একজন নারী ছাড়া বাকিরা সবাই পুরুষ।বাধর্ক্যজনিত এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ৫ বাংলাদেশি হাজির মৃত্যু হয় বলে জানিয়েছে মক্কা বাংলাদেশ হজ অফিস।
তারা হলেন চাঁদপুর সদর উপজেলার মোঃ জাফর আহমেদ (৬২), তাঁর পাসপোর্ট নং BL0930817। ঢাকা জেলার দক্ষিণখানের শরিফা বেগম (৫২), তাঁর পাসপোর্ট নং BM0686571, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আবুল কাশেম মো. শাহজাহান (৬১), তাঁর পাসপোর্ট নং BM0668949। বগুড়া সদর উপজেলার আব্দুল গফুর শাহ (৬৭) তাঁর পাসপোর্ট নং BN0122204 এবং মুন্সিগঞ্জ উপজেলার লৌহজং উপজেলার বিল্লাল হোসেন (৫৭), তাঁর পাসপোর্ট নং AG4167554।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে এক লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।
শুক্রবার পর্যন্ত সৌদিয়া এবং বিমানের ১৭৬টি ফ্লাইটের মাধ্যমে ২৬ হাজার ২৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা বর্তমানে মক্কা এবং মদীনায় অবস্থান করছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে শুরু হবে এবছর হজের মূল আনুষ্ঠানিকতা।