লতিফ কী আইনেরও ঊর্ধ্বে : প্রশ্ন এরশাদের

Slider
image_154900.ershad (3)আব্দুল লতিফ সিদ্দিকী আইনের ঊর্ধ্বে কি না এমন প্রশ্ন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু। তারা বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কি করে পুলিশের সামনে দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন তা বোধগম্য নয়। তিনি কী আইনেরও উর্ধ্বে? আমরা সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই। গণমধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এসব কথা বলেন।
তাঁরা বলেন, লতিফ সিদ্দিকী ইসলামের অবমাননা করে শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি তিনি বাংলাদেশের সংবিধানকেও অবজ্ঞা করেছেন। এদেশের মানুষ তাকে কোনো দিনই ক্ষমা করবেনা। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে জাতীয় পার্টি জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *