বিশ্বজমিন মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪২

Slider সারাবিশ্ব
78422_Train

দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মিশরে নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। আহতের সংখ্যা শতাধিক। শুক্রবার উপকূলীয়ং শহর আলেক্সান্দ্রিয়ায় এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দুটি ট্রেন যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন দুই ট্রেনের সামনের দিক উপরের দিকে উঠে যায়। দেখতে সেটা পিরামিডের আকার ধারণ করে। দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। উদ্ধারকর্মীদের দেখা গেছে ঘটনাস্থল থেকে নিহতদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করছেন। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ। রক্তে সয়লাব সর্বত্র। তার মাঝে আহতরা বাঁচার জন্য করুণ আকুতি জানাচ্ছেন। মিশরের স্থানীয় সময় শুক্রবার বিকাল ২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বিষয়ক একটি সূত্র বলেছে, রেলওয়ের সুইচিং ভুলের জন্য এমনটা ঘটে থাকতে পারে। ওদিকে মিশরের পরিবহন বিষয়ক মন্ত্রী হিশাম আরাফাত বলেছেন, মানুষ সৃষ্ট ভুলের জন্য এ ঘটনা ঘটেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *