উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধে উদ্বিগ্ন বিশ্বনেতারা

Slider সারাবিশ্ব

20750825_10210177309298181_1621091661_n

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।

আর এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বনেতারা। এ ব্যাপারে দেশ দু’টিকে সতর্ক করেছে রাশিয়া, চীন ও জার্মানি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং দু’দেশকে শক্তি প্রদর্শন না করে উত্তেজনা কমানোর পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। তার মতে, দু’পক্ষেরই এ ধরনের হুমকি দেয়া বন্ধ করা উচিত। গেং শুয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আন্তর্জাতিক যুদ্ধের বিষয়ে বড় রকমের উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা সব পক্ষকে তাদের ভাষা ব্যবহার ও কর্মকাণ্ড সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। ‘

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে শেষ পর্যন্ত দু’পক্ষের সাধারণ জ্ঞানেরই বিজয় হবে বলে মস্কো আশা করে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, উত্তর কোরিয়া ইস্যুতে তিনি কোনও সামরিক সমাধান দেখছেন না। কোরিয়া সংকটে যুদ্ধের হুমকি হচ্ছে ‘ভুল জবাব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *