আমিই মারকুটে ভার্সনের স্রষ্টা: গেইল

Slider খেলা

Chris-Gayle-

বিশ্বের যেকোনো প্রান্তে টি-২০ ক্রিকেটের পোস্টার বয় ক্রিস গেইল। এমন কোনো লিগ নেই, যেখানে এই ক্যারিবীয় দানবের ডাক পড়ে না।

এতদিন গেইলকে এসব অভিধায় বিশ্লেষণ করা হলেও নিজের প্রশংসা কখনও নিজে করেননি। কিন্তু এবার বাম হাতি এই ব্যাটসম্যান দাবি করলেন, তিনিই টি-২০ ক্রিকেটের স্রষ্টা!

তবে ব্যাট হাতে নয়, সম্প্রতি মাইক্রোফান হাতে অন্য ভূমিকায় হাজির হয়ে সাক্ষাৎকারে এমন দাবি করলেন গেইল।

তিনি বলেন, ব্যাট হাতে যেভাবে ঝড় তুলে এসেছেন, চেষ্টা করছেন মাইক্রোফোন হাতেও কমেন্ট্রি বক্সে সেই টর্নেডো বইয়ে দেওয়ার।

ফক্স স্পোর্টসকে গেইল বলেন, ‘হ্যাঁ, সত্যিকার অর্থে টি-২০ যেমন আমাকে আজকের গেইল বানিয়েছে। তেমনি আরেক সত্য হলো, আমিই এই মারকুটে ভার্সনের স্রষ্টা। ‘

তিনি আরও বলেন, এই খেলাটা যতদিন থাকবে, যারাই খেলতে আসবে, বিশেষ করে ব্যাটিং করতে, তাদের আমার কথা টি-২০’র স্রষ্টা হিসেবেই স্মরণ করতে হবে। ‘

মূলত ক্যারিবীয় লিগের (সিপিএল) একটি ম্যাচের কমেন্ট্রি করার সময় গেইল ফক্স নিউজকে এই সাক্ষাৎকার দেন।

৩৭ বছর বয়সী গেইল টি-২০’র একমাত্র খেলোয়াড় যিনি ১০ হাজারের উপরে রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *