শ্রীপুরে ড্রাইভিং লাইসেন্স বিহীন ৩ লেগুনা চালককে কারাদ-

Slider গ্রাম বাংলা

Leguna (2)

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা নামক স্থানে ফিটনেস বিহীন লেগুনা ও অদক্ষ ড্রাইভার লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ভ্রম্যামাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। অভিযানে ছয়টি মামলায় মোট ১১ হাজার ৪ শত টাকা অর্থদ- ও রানা মিয়া, জাকির হোসেন, মো.সানি নামে তিন চালককে ৭ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাসুম রেজা মাওনা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
মো. মাসুম রেজা জানান, সম্প্রতি এসব ফিটনেস বিহীন অদক্ষ লেগুনা চালকদের থাবায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ি (পুড়াবাড়ি) নামক স্থানে ইকবাল সিদ্দীকি কলেজের তিন শিক্ষার্থীসহ ৭ জন প্রাণ হারায়। এ ধরণের দূর্ঘটনায় যেন ভবিষ্যতে আর না ঘটে তার জন্যই মাওনা চৌরাস্তায় এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফিটনেস বিহীন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের জেল জরিমানা করেন। তিনি আরো জানান, উপজেলা শহরের বিভিন্ন স্ট্যান্ডে প্রতি সপ্তাহে দু’দিন করে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
#শ্রীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *