মুসলমানরা ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন দেশটির বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। উপরাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার জি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। গণধোলাইয়ে মৃত্যুর ঘটনা, নজরদারি, গোহত্যায় নিষেধাজ্ঞা এবং ঘর ওয়াপসির প্রচার এই অসহনশীলতার কারণ। এর ফলে ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রশাসনেরও আর ক্ষমতা নেই আইনের শাসন জারি করার।
হামিদ আনসারি আরও দাবি করেন, দেশের মধ্যে অসহনশীলতা ও নজরদারির পরিবেশ তৈরি করা হয়েছে। ফলে নিরাপত্তাহীনতার শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়।
যেভাবে ভারতীয় নাগরিকদের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা অত্যন্ত অস্বস্তিকর মন্তব্য করে বিদায়ী উপরাষ্ট্রপতি বলেন, কেবল গত ৭০ বছর ধরে নয়, শতাব্দীর পর শতাব্দী বহু মতকে সম্মান করেই সমাজে বাস করেছি আমরা। যা এখন সংকটের মুখে।