নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন বাসের দুই যাত্রী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই দুই যাত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মাদারীপুরের শিবচরের দিঘীরচর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮) এবং নড়াইল সদর উপজেলার চৌগাছা গ্রামের ওহিদ (২০)।
জানা গেছে, মাওয়া থেকে খানজাহান আলী পরিবহনে করে জাহাঙ্গীর আলম এবং ওহিদ নড়াইলে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের অচেতন করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। খানজাহান পরিবহন নড়াইলে পৌঁছানোর পর একই সিটে ওই দুই যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পায় বাসের লোকজন। পরে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেতননাশক ওষুধ খাইয়ে হয়তো তাদের অজ্ঞান করা হয়েছে।