রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। তা না হলে হয়তো ঘটে যেতে পারতো বড় কোন অঘটন।
মঙ্গলবার মেসিডোনিয়ার স্কোপজে স্পেডিয়ামে ঘটনাটি ঘটেছে। উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে এসে টিম বাস থেকে নামছিলেন রোনালদো। এমন সময় বাসের সিঁড়ির তোয়ালেতে পা পিছলে উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার।
তবে রোনালদো নিজেকে সংযত করেছিলেন দারুণভাবে। বাসের দরজার দুই হাতলে হাত প্রসারিত করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান এই পর্তুগিজ উইঙ্গার। নইলে টিম বাসের দরজায় উল্টে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতেন অথবা গুরুতর আঘাত পেতে পারতেন পিঠে ও কোমরে।