ঢাকা: সাংবাদিকদের নতুন বেতন কাঠামোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর একথা বলেন অর্থমন্ত্রী।
বৈঠকে নবম ওয়েজবোর্ড নিয়ে আলোচনায় অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের যে বিদ্যমান বেতন কাঠামো আছে তা প্রায় সরকারী চাকরিজীবীদের সমান। তাই নতুন করে আর কোন বেতন কাঠামোর প্রয়োজন নেই।