‘১০ আগস্টের মধ্যে ভিসার আবেদন না করলে লাইসেন্স বাতিল’

Slider জাতীয়

222

আগামী ১০ আগস্টের মধ্যে হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ আল্টিমেটাম দেন।

হজ ফ্লাইট বাতিলসহ ভিসা জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী ধর্মমন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলো জমজমাট ব্যবসা করতে ভিসা জটিলতা করেছে। ৪৮টি এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৬টি এজেন্সি ভিসার আবেদন করেছে। বাকি ২২টি এজেন্সিও ১০ তারিখের মধ্যে ভিসার জন্য আবেদন করবে। অন্যথায় তাদের লাইসেন্স বাতিল করা হবে।

এদিকে, ফ্লাইট জটিলতা বড় ধরনের কোনো সমস্যা নয় বলে দাবি করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শাহদাত হোসাইন তসলিম বলেন, যেসব এজেন্সি এখনো ভিসার জন্য আবেদন করেননি তাদের ১০ আগস্টের মধ্যে সব কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, জটিল কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। প্রতি বছরই এ ধরনের ফ্লাইট বাতিল হয়। কোনো এজেন্সি যদি নিয়ম মেনে না চলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *