রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর স্টেশনে সোমাবার সকালে কমিউটার ট্রেনে যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে যাত্রীরা ৪ নারী ছিনতাইকারী কে আটক করে। আটককৃত ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মান্ধ এলাকার ফজলু মিয়ার স্ত্রী নুরুন্নাহার (৩৬), তাহের মিয়ার স্ত্রী জুলেখা (১৮), ফারুক মিয়ার স্ত্রী বিলকিছ (২৫), সুজন মিয়ার স্ত্রী শিউলী কে পুলিশে সোপর্দ করে যাত্রীরা।
জানাযায় এক দল নারী ছিনতাইকারী যাত্রীবেশে দীর্ঘদিন যাবৎ ট্রেন যাত্রীদের অলংকার টাকা পয়সা ছিনতাই করে আসছে। সোমবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে পৌছা মাত্রই ওই চার ছিনতাইকারী ট্রেনের এক নারী যাত্রীর গলার চেইন ছিনতাইকালে অন্য যাত্রীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। শ্রীপুর থানার এস.আই জাহাঙ্গীর আলম বলেন চার নারী ছিনতাইকারীকে আটকের পর রেলওয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের এস.আই দাদন মিয়া জানান, আটককৃতদের দেহ তল্লাশী করে কিছু পাওয়া যায়নি, যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর, গাজীপুর
০৭-০৮-২০১৭