নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় ভাগ্নে মাহফুজের মৃত্যুদণ্ড

Slider জাতীয়

Untitled-4

নারায়ণগঞ্জের বাবুরাইলে মামীর সঙ্গে পরকীয়ার জেরে মা ও সন্তানসহ ৫ খুন মামলায় মূল হোতা ভাগ্নে মাহফুজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাসলিমার স্বামী শফিকুল ইসলাম তার ভাগ্নে মাহফুজ, রাজধানীর কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পরদিন গ্রেফতার করা হয় মাহফুজ ও নাজমাকে। পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলত জবানবন্দি দেয় মাহফুজ। জানায়, মামীর সঙ্গে পরকীয়ার জেরে তার সঙ্গে আরও গভীর সম্পর্কে যেতে ব্যর্তোর ক্ষোভ থেকেই একে একে পাঁচজনকে হত্যা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *