ভবিষ্যতে আইসিসি আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দাবি জানিয়েছেন দেশটির সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, এবার ইটের মাধ্যমে পাথরের জবাব দেওয়ার সময় এসেছে। ভারত যদি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে না চায় তাহলে ওদের সঙ্গে কোনো প্রতিযোগিতাতেই খেলা উচিত নয়। আইসিসির সব প্রতিযোগিতাতেই ভারতকে আমাদের বয়কট করা উচিত।
দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতকে অনুরোধ করা বৃথা চেষ্টার শামিল উল্লেখ করে মিঁয়াদাদ আরও বলেন, তার চেয়ে আমার মনে হয়, আইসিসি প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে আমরা না খেললে যখন আর্থিক ক্ষতি হবে এবং প্রতিযোগিতার আকর্ষণ কমে যাবে, তখনই আমরা সম্মান পাব এবং আমাদের কথা শোনা হবে।
২০১২ সালে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলতে ভারতে যাওয়া পাকিস্তানের সবচেয়ে বড় ভুল ছিল বলেও দাবি করেছেন তিনি।