সিলেট প্রতিনিধি :: মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাঁকন বিবি বীরপ্রতিককে দেখতে রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।
অসুস্থ মুক্তিযোদ্ধা কাঁকন বিবি মেডিকেলের ১০নং ওয়ার্ডের ৮নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তিনি অসুস্থ এই নারী মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।
তিনি বলেন- জাতির শ্রেষ্ঠসন্তান কাঁকন বিবি রণাঙ্গণের এই নারী যোদ্ধার পাশে আমাদের সরকার অতীতেও ছিল, এখনও আছে। তাঁর উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়-দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছেন। আরোও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তারও ব্যবস্থা করবেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন- ড. একে আব্দুল মোমেনের স্ত্রী মিসেস শেলিনা মোমেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সহকারি পরিচালক দেবপ্রদ রায়, ডা. রোকন উদ্দিন, ডা. শিশির চক্রবর্তী, ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, মো জাবেদ সিরাজ।
এসময় ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন মেডিকেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিক, সাধারণ সম্পাদক ডা. জোবায়ের, ডা রনি প্রমুখ।
.
বার্তা প্রেরক
হাফিজুল ইসলাম লস্কর