আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫০

সারাবিশ্ব
image_154875.afgh-mmap-mdআফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মাঠে ভলিবল খেলা চলাকালে ভয়াবহ আত্মঘাতী হামলায় আহত বহু লোককে হেলিকপ্টারে করে কাবুলের হাসপাতালে নেয়া হয়েছে। ওই বোমা হামলায় নিহত ৫০ জনের পরিবার শোকে মাতম করছে।
২০১১ সালের পর কোন একক হামলার ক্ষেত্রে আফগানিস্তানে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘটনা। আফগানিস্তানের গোলযোগপূর্ণ পাকতিকা প্রদেশে স্থানীয় তিনটি দলের মধ্যকার একটি টুর্নামেন্ট দেখার সময় জনাকীর্ণ একটি মাঠে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
এ ভয়াবহ হামলার ঘটনা প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। গত সেপ্টেম্বরে তিনি আফগানিস্তানের ক্ষমতায় আসেন।
এ ঘটনায় আহতদের আফগান রাজধানী কাবুলে ৪০০ বেডের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে ঘানি আহতদের দেখতে যান।
বিস্ফোরণে আহতদের মধ্যে অনেক শিশু ও যুবক রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি টুইটার বার্তায় বলেন, ‘পাকতিকায় সন্ত্রাসি হামলায় আহত ৫৪ জনকে গত রাতে সামরিক হেলিকপ্টারে করে কাবুলের সরদার মোহাম্মাদ দাউদ খান হাসপাতালে স্থানান্তর করা হয়।’
এ হামলার পর তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।
পাকতিকার ইয়াহিয়া খাইল জেলায় স্থানীয় সময় বিকেল পাঁচটায় এ ভয়াবহ হামলা চালানো হয়। এসময় ভলিবল খেলা দেখতে সেখানে কয়েকশ’ লোক জড়ো হয়েছিল। উল্লেখ্য, আফগানিস্তানের যুবকদের কাছে এটি একটি জনপ্রিয় খেলা।
প্রেসিডেন্ট ঘানি এ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘অমানবিক ও অনৈসলামিক’ বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *