আন্তর্জাতিক মহলে মুখোমুখি দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।
একদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম, অন্যদিকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ট্রাম্প। আর এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপে নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া প্রস্তাবকে সমর্থন দেয়ায় শনিবার চীন ও রাশিয়ার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিশ্চিত করতে চীন ও রাশিয়ার সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন। ’
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শনিবার সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ সম্পর্কিত প্রস্তাব পাশের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে ২০১৭ সালের মধ্যে ১৪ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।
সূত্র: এএফপি