দুই হাজার বছর পর গ্ল্যাডিয়েটরদের অস্ত্রের ধাতব শব্দ আর আহত বীরের গোঙানি শোনা না গেলেও ইতালির কলোসিয়ামটি মানুষের ব্যস্ততায় মুখরিত হতে চলেছে। ইতালির সাংস্কৃতিক মন্ত্রী কলোসিয়ামটিকে ঠিকঠাক করার ঘোষণা দিয়েছেন। এখানে নানা আয়োজনেরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
দারিয়ো ফ্রান্সেসচিনি কলোসিয়ামটির কাঠের মেঝেটিকে পুনরায় নির্মাণের পেছনে বেশ গুরুত্বারোপ করেন। এই স্থানগুলোতে হিংস্র পশুদের রাখা হতো। গ্ল্যাডিয়েটরদের মারামারিও হতো এখানে।
বর্তমানে এসব স্থানে কাঠের পাটাতন বসানো হয়েছে। কোলোসিয়ামের নিচে বেশ কিছু পাথরের কুঠুরি রয়েছে। এগুলোতে পশু বা গ্ল্যাডিয়েটরদের রাখা হতো। এর সামনে কোলোসিয়ামের মূল চত্বরে প্রবেশ করতে হতো একটি কাঠের দরজা পেরিয়ে। এটি ওপরের দিকে ওঠানো হতো এবং রক্ষীরা তা তুলে দিতেন। এসব দরজা নষ্ট হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, এখানে শুধুমাত্র কনসার্ট এবং কিছু বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একে সাংস্কৃতিক ডিজনিল্যান্ড বানানো হবে না।
এখানে কিছু সনসার্ট এমনিতেই অনুষ্ঠিত হয়। কিন্তু কাঠের মেঝেগুলোকে মেরামত করা হলে আরো কিছু বিশেষ অনুষ্ঠান সম্পন্ন করা যাবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, অতি যত্নের সঙ্গে কলোসিয়ামকে মেরামত করা হলে তা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তবে এখানে ফুটবল খেলা হবে বলে যে তথ্য প্রকাশ পেয়েছিল তা গুজব বলে এ ধরনের অনুষ্ঠানকে বাতিল বলে ঘোষণা করেন।
তবে এখন থেকেই যে মেরামত শুরু হয়ে যাচ্ছে তার সম্ভবনা নাকচ করেন তিনি। এ নিয়ে আরো আলোচনা এবং মানুষের কাছ থেকে মতামত নিতে আগ্রহী তিনি।
সূত্র : টেলিগ্রাফ
দারিয়ো ফ্রান্সেসচিনি কলোসিয়ামটির কাঠের মেঝেটিকে পুনরায় নির্মাণের পেছনে বেশ গুরুত্বারোপ করেন। এই স্থানগুলোতে হিংস্র পশুদের রাখা হতো। গ্ল্যাডিয়েটরদের মারামারিও হতো এখানে।
বর্তমানে এসব স্থানে কাঠের পাটাতন বসানো হয়েছে। কোলোসিয়ামের নিচে বেশ কিছু পাথরের কুঠুরি রয়েছে। এগুলোতে পশু বা গ্ল্যাডিয়েটরদের রাখা হতো। এর সামনে কোলোসিয়ামের মূল চত্বরে প্রবেশ করতে হতো একটি কাঠের দরজা পেরিয়ে। এটি ওপরের দিকে ওঠানো হতো এবং রক্ষীরা তা তুলে দিতেন। এসব দরজা নষ্ট হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, এখানে শুধুমাত্র কনসার্ট এবং কিছু বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একে সাংস্কৃতিক ডিজনিল্যান্ড বানানো হবে না।
এখানে কিছু সনসার্ট এমনিতেই অনুষ্ঠিত হয়। কিন্তু কাঠের মেঝেগুলোকে মেরামত করা হলে আরো কিছু বিশেষ অনুষ্ঠান সম্পন্ন করা যাবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, অতি যত্নের সঙ্গে কলোসিয়ামকে মেরামত করা হলে তা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তবে এখানে ফুটবল খেলা হবে বলে যে তথ্য প্রকাশ পেয়েছিল তা গুজব বলে এ ধরনের অনুষ্ঠানকে বাতিল বলে ঘোষণা করেন।
তবে এখন থেকেই যে মেরামত শুরু হয়ে যাচ্ছে তার সম্ভবনা নাকচ করেন তিনি। এ নিয়ে আরো আলোচনা এবং মানুষের কাছ থেকে মতামত নিতে আগ্রহী তিনি।
সূত্র : টেলিগ্রাফ