মমতা ব্যানার্জীকে খুনের চেষ্টা মামলায় ভিডিও কনফারেন্সে তার সাক্ষ্য নেওয়ার আবেদনটি আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশকুমার সিংয়ের এজলাসে এই মামলার বিশেষ সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায় ওই আবেদন জানান।
একটি পিটিশন করে জানানো হয়, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তিনি এই মামলায় এখন সাক্ষ্য দিতে পারবেন না। তাই ওই আবেদনটি স্থগিত রাখা হোক। এরপরই বিচারক এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ১৯ ডিসেম্বর।
১৯৯০ সালের ১৬ আগস্ট কলকাতার দক্ষিণে হাজরা মোড়ে কংগ্রেসের একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেয়ার সময় মমতা ব্যানার্জীর ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন মমতা।