শ্রীপুরে গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা

Slider গ্রাম বাংলা

received_139807499942777রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের ব্যবহৃত লেগুনা গাড়িতে আগুন দিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
আটকৃত গরু চোর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. শরীফ (২৪) ও তাঁর সহযোগী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার বকুলনগরের দুলাল মিয়ার ছেলে মো.শামীম (২২)।
শুক্রবার ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে সামসুদ্দিনের ছেলে কৃষক শাহাদাত মিয়ার তিনটি গরু লেগুনাতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাদের ধরে গণধোলাই দেয়। এরপর সকালে শ্রীপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় সরকার জানান, গরু চুরি করে লেগুনা গাড়িতে উঠানোর সময় স্থানীয় মুসল্লিরা তাদের দেখে আশপাশের লোকজনদের খবর দেয়। পরে চার দিক থেকে তাদের ঘীরে ফেলে ওই এলাকার শতাধিক জনতা। গরু উদ্ধার করে চোরদের গণধোলাই দিয়ে তাদের ব্যবহৃত লেগুনা গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে সকালে গরু চোরদের আটক করা হয়। গণধোলাই খেয়ে তারা অসুস্থ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহাড়ায় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.রফিকুল ইসলাম জানান, চোরদের আটক করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা একটু ভালো হলে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *