বচ্চন পরিবারে কি মান-অভিমানের পালা চলছে? ঐশ্বরিয়া-অভিষেকের মধ্যে কি কোনও কারণে অভিমানের পাহাড় জমেছে? আর সেটা এতটাই যে, তা চলে এল শিরোনামে? না! বিষয়টা এমন নয়। বরং এখানে লুকিয়ে রয়েছে অন্য ‘অভিমান’। জানেন, সেটা কী?
২৭ জুলাই, ১৯৭৩। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অভিমান’। অমিতাভ বচ্চন-জয়া বচ্চন জুটির সেই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন। সেই ছবির রিমেকের অফার নাকি পেয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক? তবে কি ফের একটা ‘অভিমান’ পেতে চলেছে সিনে দুনিয়া? সত্যিই কি রিমেকে অমিতাভ ও জয়ার চরিত্রে দেখা যাবে অভিষেক-ঐশ্বর্যাকে?
ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, অভিষেক-ঐশ্বরিয়ার কাছে নাকি সম্প্রতি ‘অভিমান’র রিমেকের অফার এসেছে। তবে তারা এখনও সই করেননি।
অভিষেকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, অভিষেক নিজে মনে করেন ‘অভিমান’ এমন একটা ক্লাসিক ছবি যার রিমেক হওয়া উচিত নয়। চিত্রনাট্য যতই ভালো হোক, তবুও এ ধরনের ছবি ফের তৈরি করার বিরোধী তিনি। তবে ঐশ্বরিয়া এখনও এ নিয়ে কিছু জানাননি।
অভিষেক-ঐশ্বরিয়ার কামব্যাক নিয়ে ইদানিং তুমুল চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে। তবে কি ‘অভিমান’র রিমেক দিয়েই বড়পর্দায় গ্র্যান্ড কামব্যাক হবে দম্পতির? নতুন করে জল্পনা শুরু হয়েছে বলি ইন্ডাস্ট্রিতে।