যুদ্ধে সমাধান হবে না। ডোকলাম সঙ্কটের সমাধান শুধুমাত্র কূটনৈতিক পথেই সম্ভব। ভারত-চীন সংঘাত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সংসদকে এই কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার মতে, সঙ্কটের সমাধানে পৌঁছনোর জন্য ভারত ধৈর্যের পরিচয় দিচ্ছে।
রাজ্যসভায় ‘ভারতের পররাষ্ট্র নীতি এবং কৌশলগত মিত্রদের সঙ্গে সম্পর্ক’ সংক্রান্ত বিতর্কে অংশ নিয়েছিলেন বিদেশ মন্ত্রী। সেই আলোচনার সময়েই ডোকলাম সঙ্কটের প্রসঙ্গ আসে। ভারত-চীনের মধ্যে চলতে থাকা সঙ্কট নিরসনে ভারত কী নীতি নিচ্ছে, প্রশ্ন করেন কয়েক জন সংসদ সদস্য। সেই প্রসঙ্গেই সুষমা জানান, ভারত যুদ্ধ চায় না। কূটনৈতিক পথে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে।
ভারতের সামরিক সক্ষমতা প্রসঙ্গে সুষমা জানান, সেনা সব সময়ই যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। ‘কিন্তু যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। তাই কূটনৈতিক ভাবে সমাধান খোঁজার চেষ্টাই হল বিচক্ষণতা। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সঙ্কটের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।