রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আইনে গতকাল বুধবার সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, নতুন আইন পাশের মাধ্যমে আমেরিকা মূলত পূর্ণমাত্রায় বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ শুরুর প্ররোচনা দিচ্ছে।
অনিচ্ছা সত্ত্বেও বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে দিমিত্রি মেদভেদেভ বলেন, এই যে বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধে সই করলেন, এতেই স্পষ্ট হলো আমেরিকার প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতটা। কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি অপদস্থ করেছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিল পাশ করে। এই বিল সংসদের দুই কক্ষেই পাশ হওয়ায় নাখোশ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্বাক্ষর করলেও তিনি বিলটিকে ‘ত্রুটিযুক্ত’ ও ‘অসংবিধানিক’ বলে উল্লেখ করেন। সূত্র : বিবিসি