আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঝুটের গুদামে মালামাল পুড়ে ছাই

Slider গ্রাম বাংলা

 

Savar_bd_pratidin_d

আশুলিয়ায় ভাদাইল এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদামের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ এসব তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ভাদাইল এলাকায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আশুলিয়া, সাভার, টুঙ্গি ও কালিয়াকৈরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর রাত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় মতিনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ততক্ষণে আগুন পাশের আরও চারটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ধামরাই, কালিয়াকৈর, টুঙ্গি সদরসহ আশপাশের আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *