হর্ষিত শর্মা। পড়ালেখা করছে স্কুলে। কিন্তু পড়ালেখা শেষ না করতেই হর্ষিত পেয়ে গেছে মাসিক বেতন ১২ লাখ রুপির চাকরি। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্য। বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল এই শিক্ষার্থীকে বার্ষিক ১ কোটি ৪৪ লাখ রুপি বেতনে নিয়োগ দিয়েছে।
জানা গেছে, এক বছর ট্রেনি হিসেবে গুগলে কাজ করবে হর্ষিত। ট্রেনিংয়ের সময়ে মাসে চার লাখ টাকা করে স্টাইপেন্ড পাবে সে। এক বছরের এই ট্রেনিংয়ের পর ১২ লাখ টাকা মাসিক বেতনের চাকরি করবে ওই কিশোর। এই মাসেই আমেরিকায় গুগলের চাকরিতে যোগ দিবে হর্ষিত।
এ প্রসঙ্গে চণ্ডীগড়ের ছাত্র হর্ষিত জানিয়েছে, সে মাঝে-মধ্যেই অনলাইনে চাকরির খোঁজ নিতো। গত মে মাসে সে এই চাকরির জন্য আবেদন করে। অনলাইনেই হয় তার ইন্টারভিউ। গত ১০ বছর ধরে তার গ্রাফিক ডিজাইনিং-এর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তার ডিজাইন করা পোস্টার দেখেই তাকে বেছে নেয় গুগল। জুন মাসে তার কাছে গুগলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে।
প্রসঙ্গত, সে গর্ভমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেছে। সূত্র: জি নিউজ