সাভারে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Slider জাতীয়

atok-001সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  মাদক মজুদ ও বিক্রয়ের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি পুলিশ (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোছা. রোকসানা বেগম ও তার স্বামী নূর হোসেন।

ডিবি ওসি এ.এফ.এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রোকসানা ও নূর হোসেন ওই এলাকায় বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করতেন বলে জানা যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় একটি বাসায় তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক মজুদ ও বিক্রয়ের অভিযোগে তাদের দুইজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *