রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চার শত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক উপজেলার বরামা গ্রামের মো.জিন্নত আলীর ছেলে মো. নাজমুল হক (২৫)।
০১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা থেকে ওই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এসময় তার দেহতল্লাশী করে চার শত পিস মাদকদব্য ‘‘ইয়াবা’’ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নেজানূর ইসলাম জানান, গোপন সংবাদে বরামা এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। এসময় তার দেহতল্লাশী করে প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে পেঁচানো একটি প্যাকেট থেকে চার শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
#শ্রীপুর
০১.০৮.২০১৭