একসঙ্গে বড় পর্দায় আসছেন পপি, বুবলী আর পরীমণি। ঈদে দর্শকের মন মাতাবেন তারা। এই তিন নায়িকা একসঙ্গে একই দিনে এলেও এক ছবিতে নয়। ঈদে মুক্তির জন্য প্রস্তুত পপি আর পরীমণির ‘সোনাবন্ধু’ এবং বুবলীর দুই ছবি ‘রংবাজ’ ও ‘অহংকার’। এই তিন ছবি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে আর হল বুকিংও প্রায় চূড়ান্ত করে ফেলেছে। পপির সোনাবন্ধু ছবিতে তার নায়ক হলেন ডি এ তায়েব। অন্যদিকে বুবলীর ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিতে তার বিপরীতে আছেন শাকিব খান। জানা গেছে, দুই ছবি নিয়ে বুবলী আসছেন প্রায় দুইশত সিনেমা হলে। বাকি প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘সোনাবন্ধু’। প্রযোজক সমিতি জানায় যেহেতু দেশে এখন সিনেমা হলের সংখ্যা ২৮০টির মতো এবং ঈদে বন্ধ কিছু সিনেমা হল ‘ঈদ মৌসুম’ হিসেবে চালু হলে তখন এই সংখ্যা দাঁড়ায় ৩২০টিতে। তাই হয়তো আর একটি ছবি ঈদে মুক্তি পেতে পারে। তবে এখন পর্যন্ত ঈদে পপি, পরীমণি আর বুবলীর তিন ছবিই চূড়ান্ত। পপি বলেন ভালো লাগছে ঈদে দর্শকের সামনে আসতে যাচ্ছি বলে। আমার বিশ্বাস গল্পের কারণে ছবিটি দর্শক মন জয় করবে। বুবলীর কথায় এর আগে বড় পর্দায় আমার অভিষেক হয়েছিল ঈদেই। আবার ঈদে দর্শকের সামনে আসব, এ কথা ভাবতে সত্যি ভালো লাগছে। পরীমণি বলেন, ঈদে দর্শকের মন মাতাতে পারব এটি নিঃসন্দেহে খুশির কথা। দর্শক যদি ছবিটি দেখে আনন্দ পায় তাহলে এই খুশি বহুগুণ বেড়ে যাবে।