শ্রীপুরে সরকারি পুকুর উদ্ধারে উচ্চ আদালতের রুল

Slider গ্রাম বাংলা

 

 

 

 

Protected pondরাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে সরকারি ৩টি পুকুর পুনরুউদ্ধওে রুল জারি করেছেন দেশের উচ্চ আদালত। এক আইনজীবীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

রুলে গাজীপুরের শ্রীপুরে টেংরা এলাকার মেসার্স দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মাওনা উত্তরপাড়ার নোমান গ্রফের জাবের স্পিনিং মিলস্ লিমিটেড ও ভাংনাহাটির গ্রীণভিউ রিসোর্ট নামের তিনটি প্রতিষ্ঠানকে বন্দোবস্তকৃত পুকুরের ইজারা বতিল করে কেন পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না- এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই রুলে আরও যাদের বিবাদি করা হয়েছে তারা হলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের ডিসি, পরিবেশ অধিদপ্তরের(গাজীপুর) উপ-পরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ। তাদের উল্লেখিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক এড.-মোহাম্মদ হারুন অর রশিদ ফরিদ জানান, জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষার্থে তিনি রিট করেন। উল্লেখিত বিবাদিরা সরকারে খাস জমিতে থাকা পুকুর ইজারা নিয়ে অবৈধভাবে ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন। এ বিষয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে।

রাতুল মন্ডল
শ্রীপুর,গাজীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *