রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সরকারি ৩টি পুকুর পুনরুউদ্ধওে রুল জারি করেছেন দেশের উচ্চ আদালত। এক আইনজীবীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।
রুলে গাজীপুরের শ্রীপুরে টেংরা এলাকার মেসার্স দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মাওনা উত্তরপাড়ার নোমান গ্রফের জাবের স্পিনিং মিলস্ লিমিটেড ও ভাংনাহাটির গ্রীণভিউ রিসোর্ট নামের তিনটি প্রতিষ্ঠানকে বন্দোবস্তকৃত পুকুরের ইজারা বতিল করে কেন পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না- এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই রুলে আরও যাদের বিবাদি করা হয়েছে তারা হলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের ডিসি, পরিবেশ অধিদপ্তরের(গাজীপুর) উপ-পরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ। তাদের উল্লেখিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক এড.-মোহাম্মদ হারুন অর রশিদ ফরিদ জানান, জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষার্থে তিনি রিট করেন। উল্লেখিত বিবাদিরা সরকারে খাস জমিতে থাকা পুকুর ইজারা নিয়ে অবৈধভাবে ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন। এ বিষয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে।
রাতুল মন্ডল
শ্রীপুর,গাজীপুর