বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। তার পুত্র মাশরুর পারভেজ রাইয়ান এর আগে বাবার সঙ্গে অ্যাকশন ছবি ‘অদৃশ্য শত্রু’তে কাজ করেন। অভিনয়ের পাশাপাশি সেই ছবিটির দুজন পরিচালকের একজন ছিলেন মাশরুর। এবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন মাশরুর। ছবির নাম ‘রাইয়ান’। আর এ ছবিতে মাশরুরের বাবা সোহেল রানাও অভিনয় করেছেন। এ প্রসঙ্গে মাশরুর পারভেজ মানবজমিনকে বলেন, বেশকিছু দিন আগে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিটি আমার চিত্রনাট্য ও একক পরিচালনার ছবি। এ ছবিটি আসছে ১১ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখানে পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছি আমি। আর বাবাও ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছবিটির গল্প অফ ট্র্যাকের। এই ছবিটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। এখানে আমার বাবার বলয়ের বাইরে গিয়ে আমি নিজে কিছু তৈরি করার চেষ্টা করেছি। আশা করি, এ ছবিটি দর্শক পছন্দ করবেন। ‘রাইয়ান’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা অর্ষা, ফারুক আহমেদ প্রমুখ। এ ছবিটি নিয়ে মাশরুর পারভেজ আরও বলেন, এ ছবিটি নির্মাণ করতে গিয়ে আমাকে অসংখ্যবার শুনতে হয়েছে ছবির নায়ক কে, নায়িকা কে, কয়টা মারপিটের দৃশ্য আছে, কয়টা গান আছে ইত্যাদি। অথচ উন্নত বিশ্বের কোথাও এ ধরনের প্রশ্ন শোনা যায় না। নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি ‘রাইয়ান’-এর কাজ শেষ করেছি। ‘রাইয়ান’ ছবির গল্পটি একজন পরিশ্রমী নতুন চলচ্চিত্র লেখককে নিয়ে। যিনি সংগ্রাম করে চলেছেন সাফল্যের জন্য। পারভেজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।