রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন ২০১৮ সালে চতুর্থ মেয়াদে ক্রেমলিনের নেতৃত্বে থাকার জন্যে নির্বাচনে লড়ার কথা ভাবছেন। বার্তা সংস্থা তাস আজ রবিবার এ খবর জানায়। পুতিন এক সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, আমার আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তা হবে কি হবে না, এখনো জানি না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী তিনি আরো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও এর অর্থ নিশ্চয়ই এটা নয় যে, তিনি সে রকম সিদ্ধান্ত নেবেন। আমি সাধারণ পরিস্থিতি, আমার ভেতরের অনুভূতি এবং আমার মুড বিবেচনা করবো।
পুতিন বলেন, এটা কি সত্যিই এখন চিন্তা করার দরকার আছে? এখনো ২০১৪ সালই শেষ হয়নি। আর আপনারা ২০১৮ সালের কথা বলছেন। পুতিন আজীবন প্রেসিডেন্ট থেকে যাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, সেটি দেশের জন্য সঠিক নয়। এটি ক্ষতিকর। আর আমার এটি প্রয়োজন নেই। রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন পরপর সর্বোচ্চ দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।
পুতিন পর পর দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর দিমিত্রি মেদভেদেভের সঙ্গে প্রেসিডেন্ট পদ অদল-বদল করে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসেন। পুতিনের বয়স বর্তমানে ৬২। ২০১৮ সালে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তখন তার বয়স দাঁড়াবে ৭২।
পুতিন বলেন, এটা কি সত্যিই এখন চিন্তা করার দরকার আছে? এখনো ২০১৪ সালই শেষ হয়নি। আর আপনারা ২০১৮ সালের কথা বলছেন। পুতিন আজীবন প্রেসিডেন্ট থেকে যাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, সেটি দেশের জন্য সঠিক নয়। এটি ক্ষতিকর। আর আমার এটি প্রয়োজন নেই। রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন পরপর সর্বোচ্চ দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।
পুতিন পর পর দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর দিমিত্রি মেদভেদেভের সঙ্গে প্রেসিডেন্ট পদ অদল-বদল করে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসেন। পুতিনের বয়স বর্তমানে ৬২। ২০১৮ সালে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তখন তার বয়স দাঁড়াবে ৭২।