ময়মনসিংহে পরকীয়ার জেরে স্বামী মাহাবুবুল আলমকে হত্যার দায়ে স্ত্রী জেসমিন সুলতানা ও তার প্রেমিক রেজাউল হক রেজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত মাহাবুবুল আলমের স্ত্রী শিল্পী আক্তার ও তার পরকীয়া প্রেমিক রেজাউল হক রেজা। তারা দুজনেই বর্তমানে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড়স্থ ভাড়া বাসায় নেত্রকোনার মদন এলাকার বাসিন্দা মাহাবুবুল আলমকে হত্যা করেন স্ত্রী শিল্পী ও তার প্রেমিক রেজা। এ ঘটনার একদিন পর ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মেহেদী হাসান জুয়েল।
পুলিশ র্দীঘ তদন্তের পর শিল্পী ও তার প্রেমিক রেজার নামে আদালতে চার্জশিট দাখিল করে। রবিবার ওই মামলার শুনানি শেষে আদালত আসামিদের ফাঁসির আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাড. আবুল কালাম এবং আসামিপক্ষে রাষ্ট্র কর্তক নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাড. মকবুল হোসেন।