লতিফ সিদ্দিকী যে কোন সময় গ্রেফতার!

জাতীয়

download-(4)-2
দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন
মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আওয়ামী লীগের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ
সিদ্দিক। যে কোন সময় গ্রেফতার হতে পারেন সাবেক ওই প্রভাবশালী মন্ত্রী।

রোববার রাত ৮:৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ভারত
থেকে তিনি ঢাকায় ফেরেন। তিনি বিমানবন্দরে অবস্থান করছেন। বিমানবন্দর থেকে বের হবার পথে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে ঘিরে ধরেন। সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নজরদারিতে রয়েছেন আওয়ামী লীগের এই সাবেক নেতা ও মন্ত্রী। ভিআইপি লাউঞ্জ থেকে বের হতে পারেননি। শেষ খবর
পাওয়া পর্যন্ত ইমিগ্রেশনে রয়েছেন লতিফ এরপর তার পাসপোর্ট জব্দের প্রক্রিয়া চলছে বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেয়া হয়। ১২ অক্টোবর রাতে দলের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে দলের সভাপতিমণ্ডলীর পদ
থেকেও অব্যাহতি দেয়া হয়। ওই বৈঠকেই লতিফ সিদ্দিকীকে দলের সাধারণ সদস্য
পদ থেকেও কেন অব্যাহতি দেয়া হবে না- এ ব্যাপারে কারণ দর্শাতে সাত দিনের
সময় দিয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। পরে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিঠিটি গণভবনে পাঠান। পরে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা অনুমোদনের পর গত সপ্তাহের মঙ্গলবার (১৪ অক্টোবর) চিঠিটি গণভবন থেকে লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়ির ঠিকানায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *