দিনাজপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ফলদ ও বনজ বৃক্ষমেলা সম্পন্ন

Slider গ্রাম বাংলা

Dinajpur- 30.07.17 (4)এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর বড় ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং ফলদ ও বনজ বৃক্ষমেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ জুলাই শনিবার বিকেলে মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রাব্বী। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহফুজ বাজ্জাজ, দিনাজপুর নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কসবা আদর্শ নার্সারীর সত্ত্বাধিকারী মোঃ ইছাহাক আলী। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মালিকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য স্টলগুলোকেও বিশেষ পুরস্কার হিসেবে সনদপত্র দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *